‘মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যেন পুলিশে না ঢুকতে পারে’

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেছেন, মুক্তিযুদ্ধের বিপক্ষের কোনো শক্তির সন্তান যেন পুলিশে (চাকরি) ঢুকতে না পারে। থানায় এমন অফিসারকে ডিউটি অফিসারের দায়িত্ব দিবেন যিনি আইনী সেবা নিতে আসা ব্যক্তিদের সঙ্গে ভালো আচার-আচরণ করবেন। সেবা নিতে আসা ব্যক্তিদের খোঁজ খবর নিবেন। তাহলেই পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরো বাড়বে।

 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) আড়াইহাজার থানা পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

 

তিনি আরো বলেন, পুলিশকে ইউনিটবদ্ধ হয়ে থাকতে হবে। সব সময় সতর্ক অবস্থায় থাকতে হবে। পরে তিনি হাজত খানা ও অস্ত্রাগার পরিদর্শনসহ পুলিশ সদস্যদের সঙ্গে নানা বিষয় নিয়ে মতবিনিময় করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন আড়াইহাজার ইউএনও সোহাগ হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উজ্জল হোসেন, আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম, ওসি তদন্ত শফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, নারী ভাইস চেয়ারম্যান ঝর্না রহমান ও প্রকল্প বাস্তবায়ন অফিসার সাঈদ মল্লিক প্রমুখ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com