বক্তাবলীতে ৬নং ওয়ার্ড আ’লীগের প্রস্তুতিসভা

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থানার আসন্ন সম্মেলনকে কেন্দ্র করে থানাধীন সব’কটি ইউনিয়নের তৎপর হয়ে উঠেছেন নেতারা। এরই অংশ হিসেবে বক্তাবলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সোমবার (২ সেপ্টেম্বর) রাতে আওয়ামী লীগের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।

 

রামনগর বাজারে আক্তারুজ্জামান শামীমের সভাপতিত্বে ওই সভায় আওয়ামীলীগের কমিটি গঠন, প্রস্তুতি ও অন্যান্য বিষয় নিয়ে বিষদ আলোচনা হয়।

 

সভায় উপস্থিত ছিলেন- নাজির হোসাইন, মোতালেব মেম্বার, মোহাম্মদ সুরুজ আলী, আব্দুল মোতালিব, আব্দুর রশিদ, মোহাম্মদ আফজল, কাসেম মাহমুদ ইকবাল, মোঃ বিল্পব প্রমুখ।

 

সভায় ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হিসেবে মোহাম্মদ সুরুজ আলীর নাম প্রস্তাব করা হয়। সভায় উপস্থিত নেতারা তাতে সম্মতি প্রকাশ করেন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com