‘সিটি কর্পোরেশনের উদ্যোগ সময়োপযোগী’

বিশেষ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: পরিত্যক্ত প্লাস্টিক ও পলিথিন থেকে জ্বালানী তেল উৎপাদন প্রকল্পকে যুগান্তকারী বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এ প্রকল্প দেশের বর্জ্য ব্যবস্থাপনা ও বর্জ্য থেকে সম্পদ আহরণের ক্ষেত্রে একটি অনুস্মরণীয় হয়ে থাকবে। তাদের মতে, বর্জ্য ও অপ্রয়োজনীয় বস্তু থেকে ‘এনার্জি’ রূপান্তর একটি বিজ্ঞানসম্মত ও সময়োপযোগী গবেষণা। পরিকল্পিত নগরী গড়ার একটি সুপরিকল্পনা হিসেবেই এটি বিবেচিত হবে।

 

সোমবার (২ আগস্ট) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ফতুল্লার পঞ্চবটিতে প্লাস্টিক হতে জ্বালানী তেল উৎপাদন প্রকল্পের উদ্বোধন করে। প্রকল্প সূত্র জানায়, নগরীর পরিত্যক্ত প্লাস্টিক ও পলিথিন ব্যাগ পরিষ্কার করে রিঅ্যাক্টরে লোড করা হবে। এরপর আগুনের আঁচে ৫৫০ ডিগ্রী তাপমাত্রায় রাখা হয়। এমনাবস্থায় থাকার ৩০ মিনিটে প্লাস্টিক পরিশোধিত হয়ে ডিজেল, পেট্রোল, অকটেন ও কার্বন উৎপাদন করে। এ প্রকল্পের আওতাধীন উৎপাদিত জ্বালানি ব্যবহারযোগ্য করে তোলা হবে। প্রতি কেজি প্লাস্টিক, পলিথিন পুড়িয়ে ও পরিশোধিত করে ৬০০ গ্রাম জ্বালানি উৎপাদন সম্ভব।

 

এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইকবাল হোসেনের সাথে কথা হয়।

 

তিনি এ প্রসঙ্গে বলেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই উন্নয়ন হতে হবে। আমাদের প্রতিটি সমস্যার সমাধানই হতে হবে পরিকল্পিত ও প্রযুক্তিনির্ভর। বর্জ্যকে একসময় শুধু সঠিকভাবে পরিত্যাগ (ডিস্পৌজ) করা নিয়েই চিন্তা হতো। তবে সারা বিশ্বে চিত্র এখন অনেকটাই ভিন্ন। বর্জ্যকে বিভিন্নভাবে কাজে লাগানো হচ্ছে। প্লাষ্টিক বর্জ্যও এখন ব্যবহৃত হচ্ছে নানানভাবে।

 

তিনি আরও বলেন, যদিও ইন্সিনেরেশন প্রক্রিয়ায় প্লাষ্টিক বর্জ্য হতে তাপ পাওয়া যায়। তবে এই প্রক্রিয়ায় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পদার্থ নির্গমন হয়। তবে আশার কথা পাইরোলাইসিস প্রক্রিয়ায় প্লাষ্টিক বর্জ্যকে জ্বালানিতে রূপান্তর করা সম্ভব। এই বিষয়ে বেশ কিছু গবেষণা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রকল্পটি ইতিবাচক। এটা পাইরোলাইসিস প্রক্রিয়ায় কাজ করবে বলে মনে হচ্ছে।

 

ড. ইকবাল আরও বলেন, মনে রাখতে হবে, এই প্রক্রিয়ায় প্রাথমিকভাবে যে জ্বালানি তেল পাওয়া যাবে, তার ব্যবহার খুব সীমিত। একে আরও শোধন করে ব্যবহারের ক্ষেত্র বাড়ানো যাবে।

 

বুয়েটের এই অধ্যাপক আরও বলেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এটি একটি খুব পরিচিত প্রক্রিয়া, ইতিমধ্যে বাংলাদেশের বেশ কিছু ব্যবসায়িক প্রকল্প চালু রয়েছে। তবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এ প্রকল্প অন্য সিটি কর্পোরেশনগুলোকে উৎসাহিত করবে, পথ দেখাবে।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com