ফতুল্লায় প্লাস্টিক হতে ডিজেল উৎপাদন প্রকল্পের উদ্বোধন

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লায় পরিত্যক্ত প্লাস্টিক ও পলিথিন থেকে ডিজেল ও পেট্রোল উৎপাদন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের উদ্বোধন করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

ফতুল্লার পঞ্জবটিতে সিটি কর্পোরেশনের একটি ময়লার ডাম্পিং জোন রয়েছে। সেখানে পরিত্যক্ত প্লাটিক ও পলিথিন বর্জ্য হিসেবে ফেলা হয়। দীর্ঘদিন ধরে জমে থাকা এ বর্জ্যকে জ্বালানী হিসেবে রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করে সিটি কর্পোরেশন। বিদেশী একটি সংস্থার সহায়তায় এ প্রকল্পটি বাস্তরে রূপ দেয় সিটি কর্পোরেশন। মেঘা অর্গানিক নামের ওই প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে প্রকল্প বাস্তবায়নে মাঠে নামে সিটি কর্পোরেশন।

প্রকল্প সূত্রে জানা যায়, নগরীর পরিত্যক্ত প্লাস্টিক ও পলিথিন ব্যাগ পরিষ্কার করে রিঅ্যাক্টরে লোড করা হবে। এরপর আগুনের আচে ৫৫০ ডিগ্রী তাপমাত্রায় রাখা হয়। এমনাবস্থায় থাকার ৩০ মিনিটে প্রকল্প পরিচালক মিজানুর রহমান জানান, প্লাস্টিক পরিশোধিত হয়ে ডিজেল, পেট্রোল, অকটেন ও কার্বন উৎপাদন করে। এ প্রকল্পের আওতাধীন উৎপাদিত জ্বালানি ব্যবহারযোগ্য করে তোলা হবে। প্রতি কেজি প্লাস্টিক, পলিথিন পুড়িয়ে ও পরিশোধিত করে ৬০০ গ্রাম জ্বালানি উৎপাদন সম্ভব।

 

 

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলে-নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এফএম এহতেশামুল হক, প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, নারায়ণগহ্জ নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিক, কাউন্সিলর কবির হোসাইন, অসিত বরণ বিশ্বাস, রুহুল আমিন, গোলাম মোহাম্মদ সাদরীল, ফয়সাল মো: সাগর, সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রমুখ।

 

 

অনুষ্ঠানে মেয়র আইভী বলেন, অনেকেই ব্যক্তিগতভাবে এই প্রকল্প করছেন এবং গবেষণা করছে কিন্তু কেউ বা কোনো প্রতিষ্ঠান এ প্রকল্প হাতে নেয়নি। আমরাই প্রথম করছি। প্রতিদিন বঙ্গবন্ধু সড়কের ড্রেণ পলিথিনে ব্লক হয়ে থাকে। এসব পলিথিন কাজে লাগে না আর পচেও না। এই প্রকল্পের মাধ্যমে নগরীর বর্জ্য ব্যবস্থার উন্নতি হবে বলে আমি মনে করি।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com