ফতুল্লায় ইয়াবার মামলায় যুবকের ১ বছরের দণ্ড

আদালত প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লায় মাদক মামলায় মো. রনি (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে ১ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়াও ৫০০০ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে এই রায় প্রদান করেন।
কারাদন্ডপ্রাপ্ত রনি মুন্সিগঞ্জ জেলার বয়রাগাদী তালতলা এলাকার জয়নাল শেখের ছেলে।
কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৭ এপ্রিল রাত সাড়ে ১০ টার দিকে ফতুল্লা থানা পুলিশ পঞ্চবটি মোড়ে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ রনিকে গ্রেফতার করে।