এসপি হারুণের প্রশংসায় ডিআইজির চিঠি

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: জেলা পুলিশ সুপার হারুন অর রশীদকে ধন্যবাদ জানিয়ে ও সাফল্য কামনা করে তাকে চিঠি দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।

রোববার (১ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার হারুন অর রশিদকে তিনি চিঠি পাঠান।

 

ডিআইজি হাবিবুর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে তিনি পুলিশ সুপার হারুন অর রশীদকে উদ্দেশ্য করে বলেন, রাইফেলস্ ক্লাবে ই-প্রসিকিউশন উপলক্ষে সরকারের বিভিন্ন সংস্থার জেলা প্রধানগণসহ সুশীল সমাজের প্রায় সব মহলের উপস্থিতে যে সমাবেশের আয়োজন করেছেন তা সফল ও স্বার্থক হয়েছে। ই-প্রসিকিউশন ব্যবস্থার সূচনা করে আপনি এবং জেলা পুলিশ প্রধানমন্ত্রীর উন্নয়ণ অগ্রযাত্রায় এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে গুরুত্বপূর্ণ অবদানের সৃষ্টি করেছেন।

 

তিনি আরও বলেন, এমন একটি সুধী সমাবেশে আমাকে প্রধান অতিথি হিসেবে সম্মানিত করায় আপনাকে ধন্যবাদ। জন-হয়রানি বন্ধে, স্বচ্ছ প্রসিকিউশন নিশ্চিতে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ায় অবদান রাখতে আপনি যে পদ্ধতি অনুসরণ করেছেন, যে বক্তব্য রেখেছেন এবং যেসব পদক্ষেপ নিয়েছেন তা অনুকরণীয়। আমি আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করি।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com