বঙ্গবন্ধুর সোনার বাংলায় মাদক, সন্ত্রাসের ঠাই নাই : আনোয়ার

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: চাদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের মাঠে নামার আহবান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। তিনি বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় মাদক, সন্ত্রাসের ঠাই নাই। আওয়ামী লীগ একটি শক্তিশালী দল, দলের নেতাকর্মীদের এসবের বিরুদ্ধে মাঠে নামতে হবে।
শনিবার (৩১ আগষ্ট) বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক রেলীতে পূর্বক এসব কথা বলেন। তিনি আরও বলেন, জাতির জনকের কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যাকারিদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করেছে। যদিও কিছু লোক বাকি আছে। তবে তাদেরও আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।
এ সময়ে র্যালীতে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহমুদা মালা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল করিম বাবু, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন প্রমুখ। এ সময়ে রেলীটি ২নং রেল গেইট থেকে চাষাড়া হয়ে আবারও ২নং রেল গেইটে এসে শেষ হয়।