খালেদা জিয়ার মুক্তির মাধ্যমেই গণতন্ত্রের মুক্তি: সাখাওয়াত
নগর প্রতিনিধি, প্রেসবাংলা ২৪ডটকম: খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে গণতন্ত্রের মুক্তি হবে বলে মন্তব্য করেছেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান। তিনি বলেছেন, বিএনপির চেয়ারপার্সণ বেগম খালেদা জিয়া মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারের অন্ধকারে দিন কাটাচ্ছেন। তাকে বন্দি করার পাশাপাশি স্বৈরাচারী সরকার মানুষের গণতন্ত্রকেও বন্দি করে রেখেছে। তাই খালেদা জিয়ার মুক্তি হলে দেশের মানুষের গণতান্ত্রিক মুক্তি হবে।
রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৪১ পাউন্ডের কেক কাটেন ও বিশাল র্যালী নিয়ে শহর প্রদক্ষিণ করেন। র্যালী শেসে তিনি এসব কথা বলেন।
র্যালীটি নারায়ণগঞ্জ ক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের ২নং রেল গেইটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ সভাপতি এড. সরকার হুমায়ুন কবীর, মহানগর বিএনপি নেতা মনির হোসেন খান, গুলজার হোসেন খান, হাজী ইসমাইল, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার, জেলা শ্রমিক দলের সভাপতি মো: মন্টু মেম্বার, বন্দর থানা বিএনপি’র সাবেক সভাপতি আমানউদ্দিন আমান, জেলা যুবদলের সহসভাপতি শহিদুল ইসলাম রিপন, পারভেজ মল্লিক, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক এড. এইচএম আনোয়ার প্রধান, সদস্য সচিব আমিনুল ইসলাম, মহানগর মৎসজীবী দলের আহবায়ক জাহাঙ্গির আলম রতন, সদস্য সচিব সাগর প্রধান, যুগ্ম আহবায়ক লিংকন খান, স্বেচ্ছাসেবক দল নেতা গাজী নূরে আলম প্রমুখ।