কাশীপুরে অয়ন ওসমানের উদ্যোগে মশক নিধন কর্মসূচি

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের উদ্যোগে কাশীপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন এলাকায় মশার ঔষধ ছিটানো হয়েছে। মশক নিধন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের উত্তর ও দক্ষিণ গোয়ালবন্দ, খিল মার্কেট, উত্তর কাশীপুর সহ কয়েকটি এলাকায় এই মশার ঔষধ ছিটানো হয়।
এসময় উক্ত এলাকার জনগণকে ডেঙ্গু রোগ সম্পর্কে সচেতন হতে আহবান জানিয়ে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল বলেন, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। সবাইকে সচেতন হয়ে নিজ নিজ আঙ্গিণা ও আশপাশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন-ফতুল্লা থানা যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুব হাসান সৌরভ, ছাত্রলীগ নেতা ফাহাদ সরদার, ইমতিয়াজ, মেহেদী হাসান দিপু, আরমান দেওয়ান, সিহাব, তুষার, টিপু, রিয়াজ উদ্দিন কবির প্রমুখ।