সিদ্ধিরগঞ্জে যুবক হত্যায় ৭ জনের যাবজ্জীবন

 

আদালত প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: সিদ্ধিরগঞ্জে যুবক আরাফাত হত্যা মামলায় ৭ জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। সেই সাথে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুইজনকে খালাস প্রদান করা হয়েছে।

 

বুধবার (২৮ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় দেন। রায় ঘোষণার সময় দ-প্রাপ্ত ৩জন উপস্থিত ছিলেন।

 

দ-প্রাপ্তরা হচ্ছেন-সিদ্ধিরগঞ্জ আঁটি এলাকার ফালানের ছেলে সজীব, মৃত মোহনের ছেলে রুবেল, চাঁন মিয়ার ছেলে দেলোয়ার হোসেন দেলু, রফিকের ছেলে ইউসুফ, মৃত আফজালের ছেলে রফিকউল্লাহ, হারুন অর রশিদের ছেলে জয়, আবু তালেবের ছেলে শামীম।

 

এদের মধ্যে ইউসুফ, রফিক উল্লাহ, জয় ও শামীম পলাতক রয়েছেন। অভিযোগ প্রমাণ না হওয়ায় রাজু আহম্মেদ ও শফিকুল ইসলামকে খালাস দেয়া হয়।

 

রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি এড. জাসমীন আহমেদ জানান, ২০১০ সালের ২৬ ফেব্রুয়ারী ক্রিকেট খেলার কথা বলে বাড়ি থেকে নিয়ে আরাফাতকে হত্যা করে অভিযুক্তরা। পরেরদিন ওই এলাকার পরিত্যক্ত ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে আরাফাতের বাবা আনোয়ার হোসেন বাদি হয়ে মামলা করেন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com