শ্রমিক আটকে মারধর: মোস্তফা গ্রুপের ৫ জনের বিরুদ্ধে মামলা

সোনারগাঁ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: উপজেলার ইসলামপুরে অবস্থিত আল মোস্তফা গ্রুপের দুই পরিবহন শ্রমিককে ৬ দিন আটক রেখে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত সোমবার রাতে থানায় একটি মামলাটি দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে রাতেই এহিজার রহমান নামে এক আসামীকে গ্রেফতার করেছে।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট মঙ্গলবার চট্টগ্রাম বন্দর থেকে ভাড়ার চুক্তিতে আল মোস্তফা কোম্পানির কাঁচামাল নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ আসেন চালক মামুন ও হেলপার শহিদ। ওই কারখানায় মালামাল খালাস করে ভাড়ার টাকা চাইলে কোম্পানীর লোকজন জানায় মাল কম এসেছে। মালামাল কম আসার অভিযোগে কারখানার ভেতর গাড়ী চালক আব্দুল্লাহ আল মামুন ও হেলপার শহীদ আলমকে বেঁধে রেখে মারধর করেন। চালক ও হেলপারের খোঁজ না পেয়ে তাদের স্বজনরা কারখানায় এসে জানতে পারেন তাদেরকে বেধে রেখে মারধর করা হচ্ছে। পরে চালকের এক নিকটাত্মীয় আলী হোসেন বিষয়টি থানায় অবহিত করার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালক মামুন ও তার হেলপার শহীদকে উদ্ধার করে চিকিৎসার জন্য সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় গাড়ীর চালক আব্দুল্লাহ আল মামুন বাদি হয়ে আল মোস্তফা গ্রুপের চেয়ারম্যানের ছোট ভাই ইকবাল হোসেনকে প্রধান আসামী করে ৫ জনের নামে সোমবার রাতে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে এহিজার রহমান নামে এক আসামীকে গ্রেফতার করেছে।

 

এ ব্যাপারে আল মোস্তফা গ্রুপের পরিচালক ইকবাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

 

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, গাড়ীর চালক ও হেলপারকে উদ্ধার করা হয়েছে। এ ব্যপারে মামলা দায়ের করা হয়েছে। ওই রাতেই অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com