শামীম ওসমানের কারণেই গর্ব করে না’গঞ্জের পরিচয় দিতে পারি: জুয়েল

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: জুয়েল হোসেন বলেছেন, এক সময় আমরা নারায়ণগঞ্জের পরিচয় দিতে লজ্জা পেতাম। কিন্তু নারায়ণগঞ্জের প্রাণপুরুষ শামীম ওসমান এই জেলার কলঙ্ক পতিতালয় উচ্ছেদ করে আমাদের কলঙ্কমুক্ত করেছেন। এখন আমরা গর্ব করে নারায়ণগঞ্জের পরিচয় দিতে পারি। শামীম ওসমানের কারণেই গর্ব করে নারায়ণগঞ্জের পরিচয় দিতে পারি।

 

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে নগরীর এক নম্বর রেল গেইট এলাকায় হাবিব কমপ্লেক্সে স্বেচ্ছাসেবক লীগের শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ এ আলোচনা সভার আয়োজন করেন।

 

জুয়েল আরও বলেন, কিন্তু এই মহান ব্যক্তিটিকে সন্ত্রাসের গড ফাদার বলা হয়। শামীম ওসমান এই জেলার রত্ন। শুধু তিনিই নন, তাঁর মায়ের গর্ভ থেকে তিনটি রত্নের জন্ম হয়েছে। তিনভাই সংসদ সদস্য হয়েছেন। বাংলাদেশে অনেক শিল্পপতি, হোমরা-চোমরা আছেন কিন্তু তিনভাই এমপি হয়েছেন এমন আমি দেখিনি।

 

তিনি আরও বলেন, অনেকেই এখন নেতা হতে আসছে। নেতা হবেন ভাল কথা কিন্তু আপনাদের সিএস এসএ ও আরএস দেখতে হবে।

 

ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা রুবেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-মহানগর কমিটির যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন মোক্তার, দপ্তর সম্পাদক ইমরুল রশিদ, প্রচার সম্পাদক উজ্জ্বল দে, আইন বিষয়ক সম্পাদক এড. নজরুল, সহ-আইন বিষয়ক সম্পাদক সজীব মোল্লা, সহ-দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম সুমন, সমাজকল্যাণ সম্পাদক রাসেল, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা নোমান আহাম্মেদ।

 

এসময় আরও উপস্থিত ছিলেন-বাবুল দেওয়ান, মাহিন, রাকিবুল ইসলাম, নাজমুল হোসেন, হেলাল, স্বপন প্রমুখ।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com