গাছ আমাদের সবচেয়ে ভালো বন্ধু: সাইফউল্লাহ বাদল

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: পৃথিবীকে বাসযোগ্য করার লক্ষ্যে প্রত্যেকের একটি করে গাছ লাগানো উচিৎ বলে মনে করেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল। তিনি বলেন, গাছ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে। গাছ আমাদের সবচেয়ে ভালো বন্ধু। শুধু পরিবেশ রক্ষার্থে নয়, একটি গাছ আমাদের আগামির সঞ্চয় হিসেবে কাজে লাগে। গাছের চারা রোপন ও রক্ষণাবেক্ষন করলে ভবিষ্যতে আমাদের সম্পদে পরিণত হয়। তার জন্য বৃক্ষরোপনে সকলকে এগিয়ে আসতে হবে ও উদ্বুদ্ধ করতে হবে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে জাতীয় শোক দিবস পালনের অংশ হিসাবে শোককে শক্তিতে রূপান্তরের প্রত্যয়ে সারা দেশের ন্যায় দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠানে সাইফউল্লাহ বাদল এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ফলদ গাছ আমাদের যেমন ফল দেয়। তেমনি গাছে ফল ধরলে আমাদের মনে আনন্দও দেয়। আর নিজের হাতে গাছ থেকে ফল ছিড়ে খাওয়ার মজাই আলাদা। এছাড়া বনজ গাছ আমাদের উপকার করে। যেমন গাছ আমাদের ছায়া দেয় এবং অক্সিজেন দেয়। এমনকি বনজ গাছের কাঠ দিয়ে খাটসহ বিভিন্ন ধররে ফার্নিচারের আসবাবপত্র তৈরি করা যায়। সব কিছুর হিসাব করলে গাছ আমাদের উপকার করে। তাই আসুন আমরা সবাই একটি করে ফলদ ও একটি করে বনজ গাছ লাগাই।

এদিকে জাতীয় শিক্ষা মন্ত্রনালয়ের কর্মসূচি মোতাবেক দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে একটি ফলদ ও একটি বনজ গাছ রোপন করেন। এসময় স্কুলের শিক্ষার্থীদের ও শিক্ষকদের সাথে নিয়ে বৃক্ষরোপন করেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল।

এসময় আরো উপস্থিত ছিলেন-স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আশরাফুল আলম, এমএ সাত্তার, বিশ^াস লুৎফর রহমান, আবুল কালাম, স্কুলের প্রধান শিক্ষক হুমায়ন কবির রতন, স্কুলের শিক্ষক এসএম বদরুল আলম, মোফাজ্জল হোসেন, শংকর লাল ঘোষ, খায়রুল মাহামুদ প্রমুখ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com