আড়াইহাজারে ইয়াবাসহ মাসুদ আলী গ্রেফতার
আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: আড়াইহাজারে ৫০পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক বিক্রেতা মাসুদ আলীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী ভুইয়াপাড়া এলাকায় সড়কে মাদক বিক্রি হচ্ছে এ সংবাদের ভিত্তিতে আড়াইহাজার থানার সহকারী উপপরিদর্শক নকুল চন্দ্র ধরসহ পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পালিয়ে যাওয়ার সময় পুলিশ মাসুদ আলী নামে একজনকে আটক করে তার দেহ তল্লাসী করে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
আটককৃত মাদক বিক্রেতা মাসুদ আলী পাঁচরুখী ভুইয়াপাড়া এলাকার আমানউল্লাহর বাড়ির ভাড়াটিয়া মকবুল গাজীর ছেলে বলে পুলিশ জানায়।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মাসুদ আলী ও তার সহযোগীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।