বক্তাবলীতে আমজাদ কনভেনশনের উদ্বোধন

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সদর উপজেলার বক্তাবলীর প্রসন্ননগরে আমজাদ কনভেনশন নামের একটি কমিউনিটি সেন্টার উদ্বোধন করা হয়েছে।

 

রোববার (২৫ আগস্ট) দুপুরে বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শওকত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিউনিটি সেন্টারটির উদ্বোধন করেন।

 

কনভেশন সেন্টারটির ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-বক্তাবলী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া, কানাইনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি খোরশেদ আলম মাস্টার, ইউপি সদস্য আতাউর রহমান, রাসেল চৌধুরী, ইউপি সদস্য আখিল উদ্দিন, ইউপি সদস্য ও ব্যবসায়ী ফারুক হোসেন, ইউপি সদস্য মনির হোসেন, সংরক্ষিত নারী ইউপি সদস্য হাজেরা, কুলসুম বেগম, মরিয়ম বেগম প্রমুখ।

 

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন জানান, এলাকার যে কোন অনুষ্ঠান আয়োজনের বিষয়টি মাথায় রেখে এ প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করল। বিয়ে-শাদী, জন্মদিন সহ অন্যান্য যে কোন অনুষ্ঠান এ কনভেনশন সেন্টারে আয়োজন করে এলাকাবাসী একদিকে যেমন অর্থনৈতিকভাবে লাভবান হবেন, অন্যদিকে পরিপাটি-সুন্দর আয়োজন করে তৃপ্তও হবেন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com