জাতীয় মহিলা পার্টির উপদেষ্টা হলেন পারভীন ওসমান

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: জাতীয় পার্টির অঙ্গসংগঠন জাতীয় মহিলা পার্টি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মনোনীত হয়েছেন নারায়ণগঞ্জের পারভীন ওসমান। পারভীন ওসমান নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমানের সহধর্মীনি।
কমিটিতে নারায়ণগঞ্জের সোনারগাঁর নেত্রী অনন্যা হোসাইন মৌসুমীকেও উপদেষ্টা রাখা হয়েছে। মৌসুমী প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের কন্যা বলে সমধিক পরিচিত।
রোববার (২৫ আগস্ট) জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক সুলতান মাহমুদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সুলতান মাহমুদ আরও জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি সাংগঠনিক আদেশে দলীয় গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ এমপি এর সুপারিশক্রমে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি’কে সভানেত্রী এবং প্রেসিডিয়াম সদস্য নাজমা আকতার এমপি’কে সাধারণ সম্পাদিকা করে ২৪১ সদস্য বিশিষ্ট জাতীয় মহিলা পার্টি কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন।
সুলতান মাহমুদ জানান, কমিটিতে ১৮জনকে উপদেষ্টা রাখা হয়েছে। পারভীন ওসমান ছাড়াও কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন-নূর-ই-হাসনা লিলি চৌধুরী, নাসরিন জাহান রতনা এমপি, শেরিফা কাদের, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী এমপি, মেরিনা রহমান, মাহজাবীন মোরশেদ, খুরশীদ আরা হক, শাহানারা বেগম, সৈয়দা পারভীন তারেক, ফরিদা শিকদার, অ্যাডভোকেট লাকী বেগম, হেনা খাঁন পন্নী, রাজিয়া সুলতানা, আলেয়া বেগম, অনন্যা হোসেন মৌসুমী, কাজী সুফিয়া বেগম, সফুরা বেগম।