আড়াইহাজারে ইয়াবাসহ হাফিজুল গ্রেফতার

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম : আড়াইহাজারে পুলিশ অভিযান চালিয়ে ২৭ পিচ ইয়াবাসহ হাফিজুল(৩৫) নামে এক ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করেছে।

২৪ আগস্ট (শনিবার) রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের বাজবী এলাকায় মাদক বিক্রি হচ্ছে খবর পেয়ে সেখানে পুলিশ অভিযান চালায়।

আড়াইহাজার থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক ফায়জুর রহমান জানান,  অভিযানের সময় মাদক বিক্রেতারা পুলিশের উপস্থিতি টের পেয়ে  পালিয়ে যাওয়ার সময় বাজবী এলাকার  মজিবুর রহমানের ঘর থেকে তার ছেলে মাদক বিক্রেতা হাফিজুলকে আটক করে তার দেহ তল্লাসী করে ২৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরে তাকে গ্রেফতার করা হয়।

ঐ পুলিশ কর্মকর্তা জানায়, গ্রেফতারকৃত হাফিজুল ছাড়াও জুয়েল,সুমন,সপ্পা সহ একটি সংঘবদ্ধ মাদক বিক্রেতা চক্র প্রতিদিন এলাকায় ইয়াবা ও ফেন্সিডিল বিক্রি করে আসছিল।

এব্যাপারে আড়াইহাজার থানায় একটি মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com