বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষণ

 

সোনারগাঁ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সোনারগাঁয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুল ছাত্রীকে (১৬) ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধর্ষক ওবায়দুল হক ওরফে উজ্জলকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে ওই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে উজ্জলের বিরুদ্ধে সোনারগাঁও থানায় ধর্ষণ মামলা দায়ের করেছে।

গ্রেপ্তারকৃত ধর্ষক ওবায়দুল হক ওরফে উজ্জল সোনাগাঁও উপজেলার বারদী এলাকার চাঁন্দেরপাড়া গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্কুল ছাত্রী উপজেলার বারদী এলাকার স্থানীয় একটি হাই স্কুলের ৭ম শ্রেণীর ছাত্রী। স্কুলে আসা যাওয়ার সময় ওই এলাকার উজ্জলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

একপর্যায়ে উজ্জল স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে। সর্বশেষ গত ১৫ মে সন্ধ্যায় উপজেলার দৌলরদী পরাননগনর গ্রামে শাহ আলমের বাড়িতে নিয়ে ধর্ষণ করে। ওই স্কুল ছাত্রী বিয়ের জন্য চাপ দিলে, বিয়ে করতে অস্বীকৃতি জানায় উজ্জ্বল। পরে স্কুল ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানায়। পরে বাধ্য হয়ে স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে উজ্জলের বিরুদ্ধে মামলা দায়ের করে।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com