বাবুরাইলে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা তাতীপাড়া এলাকায় সোলেমান হোসেন অপুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় পারভেজ নামে একজনকে আটক করেছে পুলিশ। এর আগে নিহতের পিতা বাদী হয়ে ৭জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
শনিবার (২৪ আগস্ট) দুপুরে নিহতের পিতা রমজান মিয়া একই এলাকার যুবক রায়হানকে প্রধান আসামী করে অজ্ঞাত কয়েকজনকে আসামী করে মামলাটি দায়ের করেন। মামলার ভিত্তিতে পশ্চিম দেওভোগ এলাকা থেকে পারভেজকে আটক করে পুলিশ।
মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার এসআই কবির জানান, নিহত অপুর কাছে টাকা পেতেন মামলার প্রধান আসামী রায়হান। ধারের টাকা আদায়কে কেন্দ্র করেই অপু ও রায়হানের মধ্যে কথা কাটাকাটি হয়। তখন রায়হান হুশিয়ারি দিয়ে বলেন, তোকে দেখে নেবো। এরপরই শুক্রবার অপু নাগবাড়ি এলাকায় গেলে রায়হান ও তার কিছু সঙ্গী মিলে অপুকে ছু ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আসলাম হোসেন বলেন, বাবুরাইলে অপু হত্যার ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পারভেজ নামে একজকে আটক করা হয়েছে। জিঞ্জাসাবাদ চলেছে। তদন্তের পর মূল ঘটনা জানা যাবে।