ফরিদপুরে ব্রিজের রেলিং ভেঙ্গে বাস খাদে নিহত ৮

ফরিদপুর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার ধুলদী রেল গেট এলাকায় ব্রিজের রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৮জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।  শনিবার (২৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। ঢাকা থেকে বরিশালগামী কমফোর্ট লাইন পরিবহনের বাসটি ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা বাড়তে পারে।

 

ফরিদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে।

 

ফরিদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম নাসিম  জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী কমফোর্ট লাইন পরিবহনের একটি বাস উপজেলার ধুলদি নামক স্থানে সেতুর ওপর একটি মোটরসাইকেলকে অতিক্রম করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিসহ খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীসহ ছয়জন মারা যান এবং আরও ২০ জন আহত হন।

 

নিহতদের মধ্যে তিন জন নারী এবং পাঁচ জন পুরুষ রয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জন মারা যান বলে নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক।

 

ফরিদপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা দুলাল হোসেনের বরাত দিয়ে আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের কারও পরিচয় জানা যায়নি।

 

Leave a Reply

Your email address will not be published.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com