সোনারগাঁয় ডেঙ্গুতে যুবক মাহবুবের মৃত্যু

সোনারগাঁ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সোনারগাঁয় ডেঙ্গুতে মাহবুব (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর ডেল্টা হেলথ কেয়ার নামের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত যুবক মাহবুব সোনারগাঁর সনমান্দির লেদামদি এলাকার শাহাজাদা মিয়ার ছেলে।
বৃহস্পতিবার মাহবুবের শারিরিক অবস্থার অবনতি হলে তাকে পরিবারের সদস্যরা রাজধানীর যাত্রাবাড়ির পশ্চিম ধোলাইপাড়ের ডেল্টা হেলথ কেয়ারে ভর্তি করেন। শঙ্কাজনক অবস্থায় তাকে একদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।
ওই হাসপাতালে তিনি ডা: জুয়েল চৌধুরীর তত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
ডেঙ্গুতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ডা: জুয়েল চৌধুরী জানান, অস্বাভাবিক ভাবে রক্তের প্লাটিলেট নেমে যাবার পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু পরিবারের সদস্যদের অনুরোধে তাকে ভর্তি করানো হয়।
হাসপাতালে ব্যবস্থাপক মো: নাজমুল হক জানান, সাধারণত এই ধরণের রোগীর বাচার সম্ভাবনা কম। কিন্তু রোগীর সাথে আসা স্বজনদের পীড়াপীড়িতে তাকে ভর্তি করানো হয়। আইসিইউতে থাকা অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।