পাগলা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন শেষে চলছে ভোট গণনা
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ফতুল্লার পাগলা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন শুক্রবার (২৩ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
এদিকে নির্বাচন কেন্দ্রের বাইরে প্রার্থীদের সমর্থকরা দিনভর নানা ধরণের স্লোগান ও প্রচারণায় এলাকাটি মুখর করে রাখে। নানা রকমের ফেষ্টুন-ব্যানার প্লাকার্ড হাতে তারা ভোটারদের মন জয় করতে নানা ধরণের স্লোগান দিতে থাকে।
এবার এই নির্বাচনের প্রার্থী হতে পারেননি আলোচিত শাহ আলম গাজী টেনু।
সভাপতি পদে লড়েছেন শেখ সাবের আহমেদ ও মো: জাহাঙ্গীর আলম।
নির্বাচনে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি তাইজুল ইসলাম তাজু, সদস্য সচিব মীর সোহেল আলী এবং সদস্য জসিম উদ্দিন দায়িত্ব পালন করেন।
১১টি পদে বিপরীতে ৩০জন প্রার্থী প্রতিদ্বিন্দ্বিতা করেন।
নির্বাচনে অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন-সম্পাদক পদে মাহবুবুর রহমান বাচ্চু,মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি পদে শাহাদাত চৌধুরী, শওকত হোসেন,আবু বকর সিদ্দিক, যুগ্ন সম্পাদক পদে মোঃ আশিক, মাহবুব আলম শিকদার, সাংগঠনিক সম্পাদক পদে নাছির উদ্দিন মিয়া, ডাঃ ইমাম হোসেন,আব্দুল বারেক আকন, মোঃ নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ পদে শিপন দেবনাথ, মোঃ জাহিদ হাসান বেলাল, দপ্তর সম্পাদক পদে মনির হোসেন মিন্টু,এম ডি হানিফ,মাহমুদ হাসান সুজন, প্রচার সম্পাদক পদে মোঃ মাসুদ,মোঃ শাহজাহান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ রেজা তালুকদার, মোঃ শাহ আলম,কাযকরী সদস্য পদে এইচ এম কামাল, মোক্তার হোসেন, মোরশেদ আলম সবুজ, মোঃ ইমরান খান,মোঃ খলিল শিকদার, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ বাবুল হোসেন।