বর্ষা হত্যায় স্বামী নয়নের ২ দিনের রিমান্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বন্দরে গৃহবধূ সুমাইয়া আক্তার বর্ষা (২১) কে হত্যা মামলার অভিযুক্ত স্বামী মোস্তাফিজুর রহমান নয়নের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ।
বৃহস্পতিবার (২২ আগষ্ট) পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুন ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন ।
গত মঙ্গলবার (২০ আগষ্ট) দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে মোস্তাফিজুর রহমান নয়নকে আদালতে প্রেরন করে পুলিশ ।
উল্লেখ্য, সোমবার রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আলী সাহারদী এলাকায় শ্বশুড় বাড়িতে যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধ করে বর্ষাকে হত্যার অভিযোগ করলে পুলিশ নয়নকে গ্রেফতার করে।
খবর পেয়ে বন্দর থানা পুলিশ বর্ষার লাশ শোবার ঘরের বিছানা থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।