কাঁদলেন লিপি ওসমান!

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম:  চাষাড়ায় ২০০১ ও ২০০৪ সালের দুটি পৃথক বোমা হামলার ঘটনাকে স্মরণ করে কাঁদলেন সাংসদ শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি।

 

বুধবার (২১ আগষ্ট) দুপুরে সদর উপজেলা সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে বক্তব্য প্রদান কালে তিনি অশ্রুশিক্ত হয়েছেন।

 

তিনি তার বক্তব্যে বলেন, রক্ত কতটা গরম আমি জানি। ২০০১ সালের ১৬জুন যখন চাষাড়া বোমা হামলা হলো, খানপুর হাসপাতালে গিয়ে আমি অনুভব করেছিলাম রক্তের গরম। ২৮ দিন আহতদের সেবা করেছি, ভাত মাখিয়ে খায়িছেছি। বঙ্গবন্ধুর খুনিরাই সেই বোমা হামলার সাথে জড়িত। যারা বাংলাদেশের উন্নয়ন চায় না।

 

সাংসদ শামীম ওসমানের স্ত্রী লিপি ওসমান আরও বলেন, বঙ্গবন্ধু একজন আত্ম উৎসর্গকারী। যার আত্ম ত্যাগের বিনিময়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছে। আর বাংলাদেশ এগিয়ে নিতে এখনো অক্লান্ত পরিশ্রম করছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

তিনি আরও বলেন, জাতীসংঘ বঙ্গবন্ধুকে বিশ^বন্ধু উপাধী হিসাবে ঘোষনা দিয়েছে। এর পর আর আমাদের কি চাওয়া থাকতে পারে? নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর ইতিহাস, বাঙ্গালী জাতির ইতিহাস সর্ম্পকে ধারনা দেওয়া আহবান জানান।

 

এ সময়ে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com