সানি লিওন চুক্তিবদ্ধ হলেন বাংলাদেশি সিনেমায়
বিনোদন ডেস্ক, প্রেসবাংলা২৪ডটকম: প্রথমবারের মতো বাংলাদেশী সিনেমায় চুক্তিবদ্ধ হলেন সাবেক পর্ন তারকা ও বলিউড অভিনেত্রী সানি লিওনি।
আগেই শোনা গিয়েছিল বাংলাদেশি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সানি লিওনি । এবার সত্যি হলো সেই খবর । বাংলাদেশের ‘বিক্ষোভ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী সানি লিওনি। সিনেমাটিতে একটি আইটেম গানে মুম্বাইয়ের রাহুল দেবের সঙ্গে নাচবেন এই বলিউড অভিনেত্রী। মুম্বাই থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক শামীম আহমেদ রনি।
শামীম আহমেদ রনি বলেন,’আজ বিকালে সানি লিওনির সঙ্গে আমাদের চুক্তি সম্পাদিত হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে মুম্বাইয়ে আইটেম গানটির শুটিং হবে। গানটির নৃত্য পরিচালনা করবেন ভারতের বব ও পাবন। সবকিছু ঠিক থাকলে এবারই প্রথম বাংলাদেশের কোনো সিনেমায় দেখা যাবে সানিকে। সেকারণে আমরা বেশ উত্তেজিত।’
এদিকে এরই মধ্যে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সিনেমাটি প্রযোজনা করবে স্প্ল্যাশ মিডিয়া। স্প্ল্যাশ মিডিয়ার কর্ণধার হলেন পিংকি খান। তিনি শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের কন্যা। এই সিনেমা দিয়ে প্রায় দেড় বছর পর আবারও বাংলাদেশি সিনেমাতে দেখা মিলবে শ্রাবন্তীর। তবে তার বিপরীতে কে থাকবেন সেটি এখনো নিশ্চিত নয়।
প্রযোজনা সূত্রে জানা গেছে, আগামী ১ সেপ্টেম্বর ঢাকায় এই সিনেমার মহরত হবে। সেদিন থেকেই সিনেমাটি শুটিংও শুরু হওয়ার কথা আছে।