শীতলক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের কাঁচপুরে শীতলক্ষা নদীর পূর্ব পাশে গড়ে উঠা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের তৃতীয় দফায় প্রথম দিনের মতো অভিযান কার্যক্রম শুরু করেছে নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

২০ আগষ্ট (মঙ্গলবার) ১১টা থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা শুরু করে ।

 

এ সময় সাথে থাকে সংস্থাটির ভ্রাম্যমান আদালত। দুপুর একটা পর্যন্ত চলমান এ অভিযানে একটি জুট মিল, কারখানার গুদাম, পাকা ভবন ও গাইড ওয়ালসহ ১১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে গুড়িয়ে দেয়া হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, কাঁচপুরে শীতলক্ষা নদীর পূর্ব তীর দখল করে অবৈধভাবে গড়ে উঠা নওয়াব মালেক জুট মিলের পাকা দেয়াল, স্বদেশ কেমিক্যাল কোম্পানির গুদামের আংশিক স্থাপনা ও পাকা ভবনসহ ১১টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে।

বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ-পরিচালক মোঃ শহিদুল্লাহ জানান, শীতলক্ষ্যার তীরে ৫ হাজার ১১টি সীমানা পিলার নিয়ে আমাদের আপত্তি রয়েছে। সিএস ও আরএস অনুযায়ী উচ্চ আদালতের নির্দেশে ধারাবাহিক ভাবে এ উচ্ছেদ অভিযান চলছে এবং তা অব্যহত থাকবে।

নদীর তীর দখল করে গড়ে উঠা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। তৃতীয় দফায় আগামী রবিবার পর্যন্ত চার দিনব্যাপী উচ্ছেদ অভিযান চলবে।

উচ্ছেদ অভিযান পরিচালনায় আরো উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, উপ-পরিচালক মোঃ শহিদুল্লাহ, সহকারি পরিচালক এহতেশামুল পারভেজ সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

 

 

Leave a Reply

Your email address will not be published.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com