জবি’র ভর্তির অনলাইন আবেদনের সময় শেষ আজ

 

মিজানুর রহমান, জবি প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইনে প্রাথমিক আবেদনের সময় শেষ হচ্ছে আজ মঙ্গলবার (২০ আগস্ট)।

জবির রেজিস্টার প্রকৌশলী মো: ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১ আগস্ট থেকে অনলাইনে প্রাথমিক আবেদন শুরু হয়ে শেষ হচ্ছে মঙ্গলবার রাত ১২টায়। প্রাথমিক আবেদন শেষে বাছাইকৃতরা আগামী ২৩ আগস্ট (শুক্রবার) বেলা ১২টা থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য চূড়ান্ত আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, গতবছর থেকে জবি’তে লিখিত পদ্ধতিতে পরীক্ষা নেয়া হচ্ছে। তিন ইউনিটে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২১ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে । ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য http://admission.jnu.ac.bd এবং http://admissionjnu.info ওয়েবসাইট দুটিতে পাওয়া যাবে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com