শোক দিবসে সিঙ্গাপুর আওয়ামীলীগ’র দোয়া মাহফিল  

শাহাদাত রাসেল চৌধুরী, প্রেসবাংলা২৪ডটকম:  ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সিঙ্গাপুর আওয়ামীলীগ ও সিঙ্গাপুর যুবলীগের আয়োজনে সিঙ্গাপুরে মোস্তফা প্লাজার  একটি অভিজাত রেষ্টুরেন্টের হল রুমে রবিবার সিঙ্গাপুর সময় সন্ধায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়েছে ।
সিঙ্গাপুর আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক  রাসেল রানা এবং সোহেল রানা মৃদুলের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করে সিঙ্গাপুর আওয়ামীলীগের সহ সভাপতি ফয়েজ খান।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলমগীর হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিঙ্গাপুর আওয়ামীলীগের সহ সভাপতি রাজু আহম্মেদ,  ফরহাদ হোসেন, সিঙ্গাপুর আওয়ামী যুবলীগের সভাপতি কে এইচ আলামিন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সোহেল রানা মিদুল, সিঙ্গাপুর আওয়ামিলীগের যুগ্ম সাধারন সম্পাদক জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা সোহেল,  সিঙ্গাপুর যুবলীগের সহ সভাপতি সবুজ মোল্লা,ফজলুর রহমান  যুগ্ম সাধারন সম্পাদক আকমাল হোসেন,সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান,  আন্তর্জাতিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিঙ্গাপুর শাখার সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ,  জাতীয় শ্রমিক লীগ সিঙ্গাপুর শাখার আহবায়ক রেজাউল করিম, যুগ্ম আহবায়ক উজ্জল মোহাম্মদ বাদল, সিঙ্গাপুর ছাত্রলীগের সভাপতি সোহাগ মোহাম্মদ,  সিনিয়র সহ সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক জেপি তালাস সহ সিঙ্গাপুর আওয়ামীলীগ ও সিঙ্গাপুর যুবলীগের সকল শাখার নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানের শুরুতেই সিঙ্গাপুর আওয়ামীলীগ,  যুবলীগ ও সিঙ্গাপুর ছাত্রলীগের নেতারা জাতীর জনকের প্রতিকৃত্বিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং অনুষ্ঠানের শুরুর পরে ১৫ ই আগষ্ট  বঙ্গবন্ধুর  পরিবারের প্রতি শোক প্রকাশ করে ১ মিনিট নিরবতা পালন করেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা দেশের সরকারের প্রতি বঙ্গবন্ধুর খুনিদের  ফাঁসি কার্যকর করে দেশকে কলঙ্ক মুক্ত করতে সিঙ্গাপুর আওয়ামীলীগ ও সিঙ্গাপুর যুবলীগের পক্ষ থেকে উদ্বাত্ত আহবান জানান।
অনুষ্ঠানে শেষে ১৫ ই আগষ্ট নিহত সকল শহীদদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com