ব্যাচ ৯৫ এর ঈদ পূনর্মিলনী তে বন্ধু – বান্ধবীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী পরগণার আলীরটেক ফিরোজমহল কমিনিটি সেন্টারে ব্যাচ ৯৫ এর ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে সকল বন্ধু বান্ধবীদের স্বতস্ফুর্ত অংশগ্রহনের মাধ্যমে এক মিলন মেলায় পরিনত হয় ।
১৭ আগষ্ট (শনিবার) ব্যাচ ৯৫ এর ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
এ যেন অনেক দিন পর প্রিয় বন্ধুবান্ধবীদের মিলনমেলা। সবাই এক সাথে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে এক বন্ধু আরেক বন্ধুকে ধরে আবেগে আপ্লুত হয়ে পরেছে । অনেকদিন পর স্কুলের পুরনো বন্ধু বান্ধবীরা একত্রিত হওয়ায় এক আনন্দ ও উৎসবমূখর পরিবেশের তৈরী হয়েছে । তারা সবাই তাদের শৈশবের সৃতি বিজরীত দিন গুলো নিয়ে আলোচনা করতে দেখা গেছে ।
লন্ডন প্রবাসী এক বন্ধু রিপন বলেন, বেঁচে থাকতে এভাবে আর সবাইকে একসাথে পাবো কিনা জানিনা তবে আজ আমরা সবাই একত্রিত হতে পেরে খুবই আনন্দিত হয়েছি , আজ সবাইকে এক সাথে পেয়ে আমার মনটা শান্তিতে ভরে গেল ।
প্রবাস থেকে আরেক বন্ধু আবুল কাশেম আকাশ বলেন, আমি আজকের এই মিলনমেলায় থাকতে পারিনি বলে সবাইকে খুব মিস করছি তাই সবার সাথে ভিডিও কলে অংশগ্রহণ করলাম । আমার আত্মার বন্ধুদের জন্য শুভকামনা রইল ।
পরিবারের সবাইকে নিয়ে ব্যাচ ৯৫ এর সকল সদস্য অংশগ্রহণ করেন । একে অপরে সাথে কুশল বিনিময় করেন । অনুষ্ঠানের এক পর্যায় সঙ্গীত অনুষ্ঠান উপভোগ করতে গিয়ে অনেকে আবেগে নাচানাচি করেন । এ যেন এক আনন্দ মেলা, যেন তারা সেই সৈশবে ফিরে গেছেন । সবাই খুব আনন্দ সহকারে অনুষ্ঠান উপভোগ করেন । অনুষ্ঠান শেষে একে অপরের সাথে বিদায় পর্ব সেরে বাড়িতে চলে যান ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাচ ৯৫ এর রিপন, জামাল, কাসেম, জিয়াউর, মাহাবুবুর রশীদ খোকা, নজরুল ইসলাম, ওমর ফারুক, দেলোয়ার, নুরমোহাম্মদ, মোসলেউদ্দিন, নুরুজামাল জিকু, কাদির, কামরুজ্জামান, সফিক, সবুজ, আব্দুল্লাহ আল ইমরান, ইকবাল, ফসিদ, আমিনুল, আরাফাত, সাইদুর রহমান, শাহীন, মহিউদ্দিন, মাইন উদ্দিন, মনিরুজ্জামান, স্বপন, মাসুম, শ্যামল, মাঈনুল, রহিম, মাইকেল, ভুট্টু, ফরিদা আক্তার, সেলিনা, শারমিন, পারভীন, আয়না, জয়নব, পাপীয়া, শান্তি, শিল্পি, রাশিদা, আমেনা প্রমুখ।
প্রবাস থেকে যেই বন্ধুরা অনুষ্ঠানের খবর রেখেছেন, আল আমিন ইকবাল, শখ জালাল, আবুল কাশেম আকাশ, কবির সেন, বাদশা ও আল আমিন প্রমুখ ।