ঝড় তুলেছেন রিয়া!

বিনোদন প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: শুধু অভিনয় দিয়ে নয়, নানা রকম কাজ দিয়েও সব সময় আলোচনায় থাকেন মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি রিয়া সেন। বছর খানেক আগে বিয়ে নিয়ে আলোচনায় ছিলেন। অনেকেই প্রশ্ন তুলেছিলেন বিয়ের আগেই নাকি সন্তান সম্ভবা ছিলেন এই নায়িকা।
সেই সমালোচনার পর একটি ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। ইনস্টাগ্রামে মাঝে মাঝেই মডেলিং, অভিনয় এবং ব্যক্তিগত জীবনের টুকরো খবর শেয়ার করেন তিনি। সম্প্রতি তেমনই কিছু ছবি ইনস্টাগ্রামে আপলোড করেছেন নায়িকা।
বাঙালি অভিনেত্রী রিয়া বেশ খোলামেলা হয়ে হাজির হয়েছেন ছবিগুলোতে। আর এই ছবি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। নানাজনে নানা মন্তব্য করছে ছবিগুলো নিয়ে।
এখানে দেখা যাচ্ছে, রঙিন বিকিনিতে নীল পানিতে ভাসছেন রিয়া। পানিতে ভেজা শরীরে নানা পোজ দিয়েও ফটোশুট করেছেন এই অভিনেত্রী। ভক্তরা এমন ছবি পেয়ে বেশ খুশিই। কারণ লাইক শেয়ারের ঝড় বইছে তাতে।
রিয়া সেন অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে আছে বিষকন্যা, তাজমহল, তুম হো না, সিলসিলে, সাধি নাম্বার ওয়ান, জাতিস্মর, আবহমান, নৌকাডুবি প্রভৃতি।
Like!! Really appreciate you sharing this blog post.Really thank you! Keep writing.