শোক দিবসে বোট’র (নারায়ণগঞ্জ জেলা) পক্ষ থেকে লেহাজ কবিরের শ্রদ্ধাঞ্জলী

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি বাংলাদেশ অনলাইন আওয়ামী টিম (বোট) নারায়ণগঞ্জ জেলা এর পক্ষ থেকে কমিটি সহ-সভাপতি লেহাজ কবির শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ।
১৫ আগস্ট (বৃহস্পতিবার) বঙ্গবন্ধুর ৪৪তম মৃত্যুবার্ষিকীতে এক শোক বার্তায় তিনি বঙ্গবন্ধুর প্রতি এই শ্রদ্ধা জানিয়েছেন ।
শোকবার্তায় লেহাজ কবির বলেছেন , আমরা এই মহান নেতার কৃর্তি কখনো ভুলতে পারব না , বাঙ্গালী জাতি হিসেবে আমরা বঙ্গবন্ধুর কাছে চির ঋনী হয়ে থাকব । আমরা গর্বিত তার মতো মহান নেতা আমরা পেয়েছিলাম এবং আমাদের দূর্ভাগ্য তাকে আমরা অল্প সময়ের মধ্যে হারিয়েছি ।