যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাঙ্গালী এই মহান নেতার কথা স্মরণ করবে : আইয়ুব আলী

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম:  ফতুল্লার কাশীপুর ইউনিয়নের উত্তর গোয়ালবন্দ, ইব্রাহীম ব্রীজ এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে ।

১৫ আগষ্ট (বৃহস্পতিবার) আতাউর রহমান, জাহিদুল হক খোকন ও সর্দার সালাউদ্দিনের উদ্দ্যোগে এই দোয়া ও কাঙ্গালীভোজের আয়োজন করা হয় ।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয় । এরপর অনুষ্ঠানের অতিথিরা বঙ্গবন্ধু সম্পর্কে আলোচনা করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি কাশীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আইয়ুব আলী তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেতাম না। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাঙ্গালী এই মহান নেতার কথা স্মরণ করবে ।

এ সময় বিশেষ অতিথী কাশীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারাণ সম্পাদক এম, এ সাত্তার সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com