বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম : জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে নগরীর দুই নম্বর গেট এলাকায় দলীয় কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংগঠনের নেতাকর্মীরা এ শ্রদ্ধা জানায়।
জেলা কমিটির আহবায়ক নিজামউদ্দিনের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া খোকন জেলা আহ্বায়ক কমিটির সদস্য জামির হোসেন রনি, কোবাদ রুবেল, আল আমিন, এস এম ইমদাদুল হক মিলন, হারুন অর রশিদ, জুয়েল, রফিকুল ইসলাম মিন্টু, জুয়েল খান, আবুল কালাম আজাদ, দেলোয়ার, সৈকত, আক্তার, মিল্টন, রাজীব, শেখ জসিম, বাপ্পি, মামুন প্রধান, মইনুল ইসলাম, আব্দুল আলীসহ সদর থানাও বন্দর উপজেলা শাখার সকল নেত্রিবৃন্দ।
এর পর বন্দর, রূপগঞ্জ, সোনারগাঁ, আড়াইহাজার, সদর থানার বিভিন্ন স্থানে কাঙ্গালী ভোজের খাবার বিতরন করা হয়।