বন্দর বেবীস্টান্ডে জাতীয় শোক দিবস পালন
বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: জাতীয় শোক দিবস উপলক্ষে বন্দর থানা বেবী-সিএনজি ও ইজিবাইক মালিক শ্রমিক কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বাদ যোহর আয়োজিত ওই অনুষ্ঠানে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মালিক সমিতির সভাপতি ফিরোজ আল মুজাহিদ দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বেবী-সিএনজি শ্রমিক সমিতির সভাপতি ও বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ।
দোয়া শেষে সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।