বঙ্গবন্ধু আমাদের প্রেরণার বাতিঘর: শফি
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিউল্লাহ শফি বলেছেন, বঙ্গবন্ধু আমাদের প্রেরণার বাতিঘর। বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না, স্বাধীন ভুখণ্ডও পেতাম না। পেতাম না লাল সবুজের পতাকা।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৫ আগস্ট) ফতুল্লার কাশীপুরে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আগে তিনি এসব কথা বলেন।
শফি আরও বলেন, বঙ্গবন্ধুকে হারিয়ে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। যুগে যুগে খন্দকার মোশতাকদের জন্ম হয়েছে। দলের ভেতরে ঘাপটি মেরে থাকা এসব মোশতাকদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।
শফি আরও বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান নারায়ণগঞ্জের রাজনীতির প্রাণপুরুষ। শামীম ওসমানের নেতৃত্বে আমরা আজ ঐক্যবদ্ধ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-খায়েরউল্লাহ সনম, আবু বকর সিদ্দিক, রনি মাদবর, জাকির হোসেন, তপু মণ্ডল, লালন মাদবর প্রমুখ।
পরে উপস্থিতিদের মধ্যে রান্না করা খাবার ও তবারক বিতরণ করা হয়।