বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফতুল্লা থানা আ’লীগের শ্রদ্ধা

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বাষির্কী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেছে ফতুল্লা থানা আওয়ামীলীগের নেতারা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে ফতুল্লার পঞ্চবটিতে স্থাপিত প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নেতারা। এর আগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল।

 

এসময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান, সহসভাপতি শহিদউল্লাহ, যুগ্ম সম্পাদক বিএম শফি, সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান বদু, নারায়ণগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন আহম্মেদ, ফতুল্লা থানা কৃষক লীগের সভাপতি আবু হানিফ, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, যুবলীগ নেতা স. ম জলিল, মুসলিমনগর পঞ্চায়েত প্রধান ও এনায়েনতনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক সরকার, বক্তাবলী আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: বাবুল মিয়া, থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

 

আলোচনা সভায় দলের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com