চামড়ার দাম কমে যাওয়ার পেছনে ব্যবসায়ীদের কারসাজি : বানিজ্য মন্ত্রী

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন চামড়ার দাম কমে যাওয়ার পেছনে ব্যবসায়ীদের কারসাজি আছে ।

১৪ আগষ্ট (বুধবার) রংপুরের শালবন এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।

এই বছর ঈদুল আজহার কোরবানি হওয়া পশুর চামড়ার দাম অনেক কমে বিক্রি হয় । এ নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা চলছে। চামড়া ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই বলছেন, এবার চামড়ার দাম স্মরণকালের মধ্যে সর্বনিম্ন। দাম না পেয়ে অনেকেই চামড়া ফেলে দিয়েছেন এবং মাটিতে পুতে রেখেছেন ।

এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘চামড়া নিয়ে যখনই ভালো উদ্যোগ গ্রহণ করি, তখনই তার বিরুদ্ধাচরণ করা হচ্ছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ঈদের আগে ট্যানারি মালিক ও চামড়া ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে চামড়ার দাম নির্ধারণ করা হয়েছিল। কিন্তু দুঃখজনক হলো, তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না।

চামড়ার দাম একেবারেই কমে গেছে উল্লেখ করে টিপু মুনশি বলেন, এটা গ্রহণযোগ্য নয়। এ কারণেই সরকার কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত গ্রহণ করেছে।

মন্ত্রী জানান, সরকারের এই সিদ্ধান্তের ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বলছেন।

চামড়া ব্যবসায়ীরা আজ বৈঠক ডেকেছেন জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের সিদ্ধান্ত দেখে সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে। টিপু মুনশি আরও বলেন, কোনোভাবেই চামড়াশিল্পকে ধ্বংস করতে দেওয়া যাবে না।

উল্লেখ্য, চামড়ার দাম অস্বাভাবিক ভাবে কমে যাওয়ায় দেশের অনেক জায়গায় মানুষ ক্ষিপ্ত হয়ে চামড়া না বিক্রি করে মাটিতে পুতে রাখার চিত্র সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com