দেশবাসীকে কেন্দ্রীয় যুবলীগ নেতা আনিসুরের শুভেচ্ছা

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম : দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান।

 

এক শুভেচ্ছাবার্তায় কাজী আনিসুর রহমান বলেন, আমার প্রিয় দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা ও তাদের জন্য শুভকামনা রইল ।  সৃষ্টিকর্তার সাম্য ও উদারতার মহান বাণী নিয়ে আমাদের ঘরে ঈদ আসছে, যেদিন ধনী-গরীব, উচু-নিচু কোন ভেদাভেদ থাকে না।

 

আমরা যেন পশুর কোরবানীর মধ্যে দিয়ে মনের পশুত্বকে কোরবানী দেই এবং ভ্রাতৃত্ববোধ বজায় রাখি ।  ঈদের দিনটি আমাদের মানুষে মানুষে বৈষম্য তৈরি না করার শিক্ষা দেয়। ঈদের এই শিক্ষা আমরা যদি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলন ঘটাতে পারি তবেই ঈদের মহান বাণী স্বার্থক হবে।

 

তিনি আরো বলেন, গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে এগিয়ে চলছেন, তাতে একশ্রেণীর কুচক্রি বার বার বাধ সাধছেন। আমাদের সবাইকে শোকের মাস এই আগস্টে দৃঢপ্রতিজ্ঞ হতে হবে যাতে অপশক্তির কোন চক্রান্তই সফল না হয়।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com