গরুর হাটের ইজারা দিয়ে নসিকের আয় ২কোটি ২০লাখ !

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: এ বছর গরুর হাটের ইজারা দিয়ে নসিকের আয় ২কোটি ২০লাখ । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ২৭ টি ওয়ার্ডে মোট ২১টি অস্থায়ী পশুর হাটের ইজারা দিয়েছে। ২১ টি হাটের ইজারার মোট মূল্য ২ কোটি ২০ লাখ ৬১ হাজার ৮২৫ টাকা।
গতবছরের তুলনায় এ বছর রাজস্ব আদায় বেশি করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন । নাসিক এর তালিকা ও ইজারা মূল্য থেকে এ তথ্য পাওয়া গেছে। তালিকা অনুযায়ী ২১টি হাট থেকে এবছর মোট ২ কোটি ২০ লাখ ৬১ হাজার ৮২৫ টাকা রাজস্ব আদায় করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ।
এ বছর নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক ইজারা নেওয়া হাটের মধ্যে ১নং ওয়ার্ডের রনি সিটির খালি মাঠ এর মূল্য ৫০ হাজার টাকায় ইজারা নেন মহব্বত, বরকত, সৈকত, আলী, রনি । ৩নং ওয়ার্ড মাদানি নগর বালুর মাঠ ১ লাখ ৫৬ হাজার টাকায় ইজারা নেন মোঃ শাহজাহান, ৩ নং ওয়ার্ড সানারপাড় মাঠ ১লাখ ৭৫হাজার টাকায় ইজারা নেন মোঃ সেলিম, ৪ নং ওয়ার্ডের সাবেক আর এম ওয়েল মিলস এর মাঠ ২ লাখ ১৩হাজার ১০০ টাকায় ইজারা নেন সিরাজুল হক, ৭নং ওয়ার্ডের নাভানা সিটির খালি মাঠ ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যে ইজারা নেন জিএমএ সবুর, ৮ নং ওয়ার্ডের গোদনাইল ইব্রাহিম টেক্সটাইল মিলস মাঠ ২২ লাখ ১০ হাজার টাকা মূল্যে ইজারা নেন মুক্তিযোদ্ধা হাজী মো. শাহ আলম, ১০ নং ওয়ার্ডের লক্ষীনারায়ণ মিলস সংলগ্ন সিটি করপোরেশনের খালি জায়গার ৩৫ লাখ টাকা মূল্যে ইজারা নেন আব্দুল লতিফ, ১৮নং ওয়ার্ড (জিএমসি) আব্দুল হাই সাহেবের খালি জায়গা ৫৩ লাখ ৫০ হাজার ৫শ টাকা ইজারা মূল্যে নেন জিয়া উদ্দিন মৃধা, ২৩ নং ওয়ার্ডের কদমরসূল পূর্বপাড়া হাজী কমর উদ্দির রোড সংলগ্ন খালি জায়গা ১ লাখ ৬৭ হাজার টাকা মূল্যে ইজারা নেন মো. শফিকুল ইসলাম, ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ বাজার সংলগ্ন অস্থায়ী পশুর হাট ৯ লাখ ৮০ হাজার টাকা মূল্যে ইজারা নেন মো. শফিউল্লাহ, ২৫ নং ওয়ার্ড চৌরাপাড়া অস্থায়ী পশুর হাট ১৩ লাখ ২৫ হাজার টাকা মূল্যে ইজারা নেন এড. আলামিন মোল্লা, ২৫ নং ওয়ার্ড লক্ষণখোলা খেয়ঘাট সংলগ্ন অস্থায়ী পশুর হাট ১০ লাখ ৫৮ হাজার টাকা মূল্যে ইজারা নেন হেলাল উদ্দিন, ২৭ নং ওয়ার্ডের ফুলহর আনোয়ার সাহেবের বালুর হাট ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যে ইজারা নেন মো. ওয়াহিদুজ্জামান অহিদ, ২০ নং ওয়ার্ড সোনাকান্দা অস্থায়ী পশু হাট ৪০ লাখ টাকা মূল্যে ইজারা নেন তাকিন বাদশা, ৫ নং ওয়ার্ড ওমরপুরস্থ সিদ্ধিওসঞ্জ বাজার রোড পার্শ্বের জনাব জালাল উদ্দিন আহম্মেদ এর খালি জায়গা ৩ লাখ ৫৭ হাজার ২২৫ টাকা মূল্যে ইজারা নেন মো. রমজান আলী, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের সম্মূখস্থ বালুর মাঠ ৩ লাখ ৩০ হাজার টাকা মূল্যে ইজারা নেন জাকির হোসেন, ২৩ নং ওয়ার্ড কদমরসুল বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন রাস্তার পশ্চিম পাশে ৩ লাখ ৫ হাজার টাকা মূল্যে ইজারা নেন মো. মনির হোসেন, তাজ জুট বেকিং কোং লিঃ এর পশ্চিম পাশের খালি মাঠ ৩ লাখ ৩৫ হাজার টাকা মূল্যে ইজারা নেন মো. সিরাজুল ইসলাম, ৪ নং ওয়ার্ড টাইগার রি-রোলিং মিলের মাঠ ৮ লাখ টাকা মূল্যে ইজারা নেন মো. শফিকুল ইসলাম, ৬ নং ওয়ার্ড এসও রোড (মেঘনা রোড) বটতলা চৌড়াস্তা কাউন্সিলর মতিউর রহমানের বালুর মাঠ ২ লাখ টাকা মূল্যে ইজারা নেন হোসেন আলম মেম্বার এবং ৯ নং ওয়ার্ড ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পশ্চিম পাশের জালকুড়ি টিসি রোড সংলগ্ন খালি জায়গা ২ লাখ ৮৫ হাজার টাকা মূল্যে ইজারা নেন মিজানুর রহমান ।
গতবারের মতো এ বছর শতকরা পাঁচ টাকা হারে হাসিল নির্ধারণ করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।