রাজারহাটে আগুনে পুড়ল ১০টি গরু

কুড়িগ্রাম প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ প্রানপতি গ্রামে অগ্নিকান্ডে একটি খামারের ১০টি বলদ গরু পুড়ে মারা গেছে। খবর পেয়ে জেলা শহর থেকে ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

সোমবার (০৫ আগস্ট) সন্ধ্যার দিকে অরুণ কুমার সরকারের খামারের গরু পালন শেডে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, তারা সন্ধ্যার দিকে খবর পেয়ে প্রায় ১৮ কিলোমিটার দূরবর্তী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস দল পৌঁছানোর আগেই গরুগুলো পুড়ে মারা যায়।

অরুণ কুমার সরকার বাড়ি থেকে একটু দূরে তার খামারে ১০টি বলদ গরু ঈদের হাটে বিক্রি করবেন বলে জানান।

 

উল্লেখ্য, অগ্নিকান্ডের সময় খামার ঘরটি তালাবদ্ধ ছিল।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com