বন্দরে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার
বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বন্দরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয় পরিকল্পিত হত্যা।
মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ৮টায় বন্দর জাহাঙ্গীরনগর শুভকরদী নিহতের নিজ কক্ষ থেকে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।
নিহত হাসিবা আক্তার রিতা (২৪) উক্ত এলাকার প্রবাসী স্বপনের (৩০) স্ত্রী ও একজন গার্মেন্টস কর্মী।
বন্দর থানা উপ পরিদর্শক (এসআই) হামিদুর রহমান জানান, গতকাল (সোমবার) রাতে নিহত রিতার সঙ্গে তার দেবর ও তার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। তারপর রাতে কোনো এক সময় তার মৃত্যু হয়।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা নয় হত্যা। নিহতের ঘর ও অন্যান্য লক্ষণ বলছে তাকে হত্যা করে ঝুলিয়ে দেয়া হয়েছে। কেননা ফাঁসি দিলে নিহতের পা বিছানায় থাকতো না। এছাড়া তার শরীর থেকে রক্ত ঝড়ার আলামতও পাওয়া গেছে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাবার পর বাকি তথ্য জানা যাবে।