নড়াইলে ১৯ লাখ টাকাসহ মাদক সম্রাট উজ্জ্বলের স্ত্রী আটক!

নড়াইল প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নড়াইলের প্রায় ১৯ লাখ টাকা ও মাদকদ্রব্য সহ মাদক সম্রাট কথিত সাংবাদিক উজ্জ্বল রায়ের স্ত্রী দীপালী রায়কে আটক করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে উজ্জ্বল রায়।

 

সোমবার (৫ আগস্ট) রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি যৌথ টিম এ অভিযান চালায়।

 

অভিযানে নগদ টাকা, ফেন্সিডিল, গাঁজা ও মাদকসেবনের উপকরণও উদ্ধার করেছে।

 

পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমিন এর নেতৃত্বে পৌরসভার ভওয়াখালী-উত্তর কুড়িগ্রাম সীমান্তে নজরুল ইসলামের বাড়িতে ওই অভিযান চালানো হয়। মাদক সম্রাট উজ্জ্বল ওই বাড়িতে স্ত্রীসহ ভাড়া থাকতেন। অভিযানে নগদ ১৮ লক্ষ ৭০ হাজার ৪৩৭ টাকা, ১২টি ফেন্সিডিলের খালি বোতল, প্রায় ২শ’ গ্রাম গাঁজা, মাদকসেবনের উপকরণ, ২টা মোবাইল সেট, ১টি পাসপোর্ট, ২টি জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়।

 

অভিযানে আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, সহকারী কমিশনার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।

 

পুলিশ জানিয়েছে, সাংবাদিক পরিচয়ে দীর্ঘদিন ধরেই উজ্জ্বল রায় মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক মামলাও রয়েছে।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com