১৪০০ পিছ ইয়াবাসহ নাগেশ্বরীতে দু’জন আটক
এজি লাভলু, প্রেসবাংলা২৪ডটকম(কুড়িগ্রাম প্রতিনিধি) : নাগেশ্বরীতে ১৪০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার তাদের কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
৭ আগষ্ট (শনিবার) সন্ধ্যায় মাদক ব্যবসায়ী ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিশঠোস গ্রামের অনন্ত রায়ের ছেলে বিশ্বনাথ রায় (২২) ও একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে মমিনুল ইসলাম (২৮) অটোরিক্সায়
ইয়াবা নিয়ে কুড়িগ্রাম যাচ্ছিল। কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জাহেদুল ইসলামের নেতৃত্বে একটি দল ফুলবাড়ী উপজেলার চান্দেরহাট থেকে তাদের পিছু নেয়। পরে নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের চন্ডীপুর এলাকায় নাগেশ্বরী- কুড়িগ্রাম সড়কের মঈনুদ্দিনের তেপথিতে অটোরিক্সা থামিয়ে তাদের আটক করে।
এ সময় তাদের কাছে ১৪০০ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। নাগেশ্বরী থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। আজ রবিবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য আটক বিশ্বনাথ রায় নিজেকে একটি অনলাইন পোর্টাল বায়ান্নর আলো’র ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দেয়।