সদর উপজেলায় গরুর হাটের শিডিউল বিক্রি নিয়ে সংঘর্ষ
নগর প্রতিনিধি, প্রেসবাংলা ২৪ডটকম: নারায়ণগঞ্জ সদর উপজেলায় অস্থায়ী পশুর হাটের শিডিউল ক্রয় নিয়ে ক্ষমতাসীন দুই দলের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (৪ আগষ্ট) দুই দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তিতে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
সরজমিনে গিয়ে দেখা যায়, সকালে শ্রমিকলীগ নেতা কাউসার আহম্মেদ পলাশ ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির অনুসারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে পলাশ অনুসারী আব্দুল মতিন নামে এক লোককে চড় থাপ্পর দেয় ফাতেমা মনির অনুসারীরা।
মতিন জানায়, আবু সুফিয়ানের ছেলে বাদল ওরফে ফেন্সি বাদল আামাকে শিডিউল কিনতে বাধা দেয়। শিডিউল কেনা আমার গণতান্ত্রিক অধিকার। তাই কিনতে এসেছি। এর পরেই আমাকে মারধর শুরে করে। এ নিয়ে পলাশ অনুসারী ও ফাতেমা মনির অনুসারীদের সঙ্গে হাতাহাতি শুরু হয়ে। পরবর্তীতে পরিস্থিতি শান্ত করতে পুলিশ মোতায়েন করা হয়।
অপরদিকে দেখা যায়, দুপুরে পাগলা তালতলা হাটের শিডিউল কিনতে যায় কাজী জিয়াউদ্দিন নামে এক ব্যক্তি। কিন্তু তাকে বাধা দিয়ে মীর সোহেল বাহিনীর বোটকা শাহিনের নেতৃত্বে একদল তার উপর হামলা চালায়। এই হামলায় ফাতেমা মনির গ্রুপের মনিরউদ্দিন ও নাসিরউদ্দিন বাহিনীর লোকজনও অংশ নেয়।
জিয়াউদ্দিন জানান, লাঞ্চের বিরতির অজুহাত দেখিয়ে শিডিউল বিক্রি বন্ধ রাখলে আমি নিচে নেমে আসার পরপরই কিছু বুঝে উঠার আগে আমার উপর হামলা চালায় একদল সন্ত্রসী । তারা কার লোক তা আমি বলতে পারিনি। তবে, বোটকা শাহিন ছিলো তাদের সাথে।