ধর্ষণের চেষ্টাকালে এক যুবককে আটক !

সোনারগাঁও প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়াণগঞ্জের সোনারগাঁয়ে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের চেষ্টাকালে রায়হান (২৫) নামের এক যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী ৷ পরে তাকে পুলিশে সোপর্দ করা হয় ৷

রোববার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের বৈদ্যেরবাজার ঘাট সংলগ্ন আল-মোস্তফা গ্রুপ অব কোম্পানির সামনে কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে ৷

স্থানীয় সূত্রে জানা যায়, আল-মোস্তফা গ্রুপ অব কোম্পানির শ্রমিক মুন্সীগঞ্জ মুক্তারপুর ইউনিয়নের চান্দেরচর গ্রামের শাহজাহানের ছেলে রায়হান বৈদ্যেরবাজার কাঁচাবাজারের পিছনে সাতভাইয়াপাড়া গ্রামে ঢুকে নান্নু হাজির বাড়ির পাশে ১৩ বছরের এক কিশোরীকে একা পেয়ে জোরপূর্বক দুই ঘরের ফাঁকা যায়গায় টেনে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় কিশোরীর ডাক-চিৎকার শুনে এলাকাবাসী ধর্ষণের চেষ্টাকারী রায়হানকে আটক করে গণধোলাই দেয়। পরে বৈদ্যেরবাজার ইউনিয়নের কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বিষয়টি সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামানকে মোবাইল ফোনে জনানোর পর এসআই পংকজ ও তার সহকর্মী মোমিন এসে রায়হানকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় অভিযুক্তকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী৷ পরে পুলিশে খবর দিলে তাকে আটক করে থানায় আনা হয়৷ ভুক্তভোগীর স্বজনরা থানায় আছেন৷ তারা মামলা দায়ের করবেন৷

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com