ডেঙ্গু রোগ নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে: ডিসির সহধর্মিণী ফারহানা
নারায়ণগঞ্জ প্রতিনিধি , প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: জসিম উদ্দিনের সহধর্মিণী ও নারায়ণগঞ্জ লেডিস ক্লাবের সভাপতি ফারহানা হক সুমি বলেছেন, ডেঙ্গু রোগ নিয়ে আমাদের আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। এডিস মশার কামড়ে ডেঙ্গু রোগ হয়। তাই এডিস মশা কোথায়ও যেন বংশ বিস্তার করতে না পারে সেদিকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এবং সচেতন হতে হবে।
রোববার (৪ আগস্ট) দুপুরে ফতুল্লার মাসদাইর অবস্থিত নারায়ণগঞ্জ সরকারী বালিকা বিদ্যালয়ের হল রুমে নারায়ণগঞ্জ লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে ডেঙ্গু বিষয়ক করনীয় এবং মশক নিধন অভিযান নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সরকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ফারহানা হক সুমি বলেন, তোমরা ডেঙ্গু নিয়ে কোন আতঙ্কিত হবে না, তোমরা সচেতন হবে এবং তাদের বাড়ির আশে পাশের লোকজন সচেতন করবে। কোথায় থেকে এডিস মশা জন্ম হয় এর থেকে কিভাবে পরিত্রান পাওয়া যাবে সেদিকে খেয়াল রাখতে হবে। এডিস মশা কোথায় জন্ম হয় সেগুলো জেনে তা সচেতন হতে হবে। বাড়ির আঙ্গিনা ও বাড়ির ছাদে যাতে পানি জমে না থাকে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। তোমরা হলে আগামী প্রজন্মের ভবিষ্যত। তোমরাই পারবে এ দেশটিকে সুন্দর স্থানে নিয়ে যেতে। তোমাদের কাছে জাতি অনেক কিছু প্রত্যাশা করে।
অনুষ্ঠানে অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেহেনা আক্তার, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক, নারায়ণগঞ্জ লেডিস ক্লাবের সাধারন সম্পাদীকা আঞ্জুমান আরা আকসির, সহ সাধারন সম্পাদক রোকসানা খবির, নারায়ণগঞ্জ সদর উপজেলার স্বাস্থ্য ও পরিকল্পনা অফিসার ডা: জাহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম মোস্তফা প্রমুখ ।