কাউন্সিলর দুলালের জামিন না-মঞ্জুর

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: ফেন্ডিসিলসহ গ্রেফতার হওয়া মাদক মামলায় নাসিক ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানসহ ৬ জনের বিরুদ্ধে পুলিশের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত৷
রোববার (৪ আগস্ট) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালত রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন৷ একই সময়ে জামিন আবেদন করলে তাও নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন৷
আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করে পুলিশ৷
বিষয়টি নিশ্চিত করে কোর্ট ইন্সপেক্টর আব্দুল হাই বলেন, মামলার ছয় আসামির বিরুদ্ধে রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত৷ একই সময়ে জামিন আবেদন করলে তাও নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত৷
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের হাজীগঞ্জ-নবীগঞ্জ গুদারাঘাট এলাকা থেকে কাউন্সিলর দুলাল ও তার সহযোগীদের ফেন্সিডিলসহ আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ৷
এ ঘটনায় কাউন্সিলর দুলালকে (৩৮) প্রধান আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে৷ মামলার অন্য আসামিরা হলো, কাউন্সিলার দুলালেল সহযোগী কামাল হাসানের (৪৭), মনির হোসেন মনু (৫০), তানভীর আহম্মেদ সোহেল (৪১), মো. মজিবর রহমান (৫২)।