দুলাল অপরাজনীতির শিকার : মহানগর স্বেচ্ছাসেবকলীগ
প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: আটক নাসিক কাউন্সিলর ও নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানের গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ৷
সাইফুদ্দিন আহমেদ দুলাল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর ৷ দুলাল অপরাজনীতির শিকার হয়েছেন দাবি করেন তারা ।
শুক্রবার (২ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ৷
বিবৃতিতে তারা বলেন, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান অপরাজনীতির শিকার ৷ একটি কুচক্রী মহল ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্রে লিপ্ত। নারায়ণগঞ্জ-৪ এর সাংসদ শামীম ওসমানের হাত দূর্বল করতে উদ্দেশ্যমূলকভাবে দুলাল প্রধানকে গ্রেফতারের নাটক রচনা করেছে।
তারা আরো বলেন, বার বার নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক দুলাল প্রধান একজন জনপ্রতিনিধি হিসেবে ব্যাপাক পরিচিত। জনগণের সেবায় সে সর্বদা নিবেদিত প্রাণ। আমরা মনে করি নারায়ণগঞ্জের একটি কুচক্রী মহল মিথ্যা তথ্য সরবারহ করে প্রশাসনের কতিপয় সদস্যদের দিয়ে তাদের ষড়যন্ত্রের নীল নকশা বাস্তবায়নের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে বিদ্যমান রাজনৈতিক শান্ত পরিবেশকে অশান্ত করতে চাইছে ৷ মহানগর স্বেচ্ছাসেবকলীগের এক বিবৃতিতে দুলাল প্রধানের নিঃশর্ত মুক্তির দাবি জানান নেতৃবৃন্দরা ।
এদিকে