না’গঞ্জে কাউন্সিলর দুলাল প্রধান মাদক সহ আটক !
নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারী সাইফউদ্দিন আহমেদ দুলাল প্রধানকে মাদক সহ আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় নগরীর নবীগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে ডিবির একটি টিম তাকে আটক করে। ওই সময়ে দুলাল প্রধান সহ ৬জনকে আটক করা হয় যাদের সঙ্গে ফেনসিডিল সহ মাদক পাওয়া গেছে। তবে তাৎক্ষনিকভাবে ডিবি এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানাতে অপরাগতা প্রকাশ করেন।
নারায়ণগঞ্জ ডিবি পুলিশের (এসআই) জলিল মাতবর জানান, সন্ধ্যায় নবীগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে কাউন্সিলর দুলাল প্রধান সহ ৬জনকে আটক করা হয়েছে। তাদের দেহ তল্লাশী করে ফেনসিডিল ও মাদক পাওয়া গেছে। তাদের নিয়ে আরো অভিযান চলবে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।
ডিবির পরিদর্শক এনামুল হক জানান, আটক কাউন্সিলর দুলালের বিরুদ্ধে মাদক, ভূমিদস্যু ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ আছে । এই অভিযোগের প্রেক্ষিতেই তাকে আটক করা হয় ।
উল্লেখ্য ২০১৭ সালের ৯ অক্টোবর নাসিক ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল ও তার ব্যবসায়িক পার্টনার রানা খান এর অত্যাচার থেকে মুক্তি পেতে পুলিশ সুপারের কাছে আবেদন করেছিলেন বন্দরের নাসরিন ইমতিয়াজ। এছাড়াও তার বিরুদ্ধে ভূমি দখল ও মাদক ব্যবসারও অভিযোগ ছিল ।