২৪ ঘণ্টায় দুই খুন
নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে নারায়ণগঞ্জে দু’টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাতে নগরীর খানপুরে ফয়সাল (১৯) নামের এক যুবককে পিটিয়ে ও বৃহস্পতিবার (১ আগস্ট) দুুপুরে চাষাড়ায় তুচ্ছ ঘটনায় তোফাজ্জল হোসেন তপু (৫৫) নামের এক ভ্যানচালককে বোতল দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। উভয় ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিভিন্ন দোকানে কোমল পানীয় সরবরাহকারী তোফাজ্জল হোসেন তপু (৫৫) প্রতিদিনের মতো কোমল পানীয় সরবরাহ করতে চাষাড়া বালুর মাঠ এলাকায় যায়। সেখানে রডের দোকানের দুই কর্মচারী সুমন ও শাহজাহান তার কাছে একটি কোকাকোলা চায়। সে একটি বোতল ছুঁড়ে মারলে একজনের বুকে গিয়ে পড়ে। উত্তেজিত হয়ে উভয়ে ওই বোতল দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে।
নিহত তোফাজ্জল হোসেন তপু শরীয়তপুরের নড়িয়া থানার জোজিহার গ্রামের মৃত মোসলেম চৌকিদারের ছেলে। সে শহরের খানপুর বৌ বাজার রেললাইন এলাকায় থাকতো।
এ ঘটনায় শাহ্জাহান নামে একজনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে এ ঘটনায় জড়িত রডের দোকানের কর্মচারী সুমন (৩৩) পলাতক রয়েছে।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান বলেন, লাশ ময়নাতদন্তেরর জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শাহ্জাহানকে আটক করা হয়েছে। সুমনকেও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে বুধবার রাতে প্রেমিকার বাসায় দেখা করতে গিয়ে প্রেমিকার ভাইদের হাতে খুন হয় ফয়সাল (১৯)। নগরীর খানপুর এলাকায় নিহতের প্রেমিকা সামিরার সাথে দেখা করতে গেলে সামিরার ভাই ও অন্যরা মিলে তাকে পিটিয়ে হত্যা করে। নিহত ফয়সাল সিদ্ধিরগঞ্জ থানার এনায়েতনগরের নুরুজ্জামানের ছেলে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান বলেন, যুবকের হত্যার ঘটনায় বরফকল এলাকা থেকে সামিরার ভাই সহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।